আবারও উত্তপ্ত আমডাঙা, গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলন অব্যাহত উত্তর ২৪ পরগনার আমডাঙায়। রবিবার ৩৪ নম্বর জাতীয় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। পরে সেই আগুন ধানকল মোড় সহ বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়ে।

শনিবারও আমডাঙার রোফিপুর, বিডিও অফিস মোড়, রায়পুর, আওয়ালসিদ্ধি, রংমহল ও কাছারি মোড় প্রভৃতি জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এমনকি,টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়। টানা তিনদিন ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আমডাঙা উত্তপ্ত হয়ে রয়েছে। যত সময় গড়াচ্ছে,ততই বিক্ষোভকারীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।

আমডাঙার মত দেগঙ্গাতেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছেন বিক্ষোভকারীরা। আজ সকালে দেগঙ্গার চৌরাশিয়ার জীবনতলা বাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। একইভাবে বেড়াচাঁপার পৃথিবাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*