প্রয়াত অভিনেত্রী গীতা সিদ্ধার্থ

Spread the love

প্রয়াত প্রবীণ অভিনেত্রী গীতা সিদ্ধার্থ কাক। শনিবার বিকেলে মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৭৩ সালে পরিচালক এম এস সাথুর ক্লাসিক ছবি ‘গরম হাওয়া’ ছবিতে অভিনয় করে প্রচুর খ্যাতি কুড়িয়েছিলেন। সেরা ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় এই ছবি। আর ছবিতে ‘আমিনা’-এর চরিত্রে অভিনয় করার জন্য সম্মানিত করা হয় গীতাকেও।

১৯৭২ সালে ‘পরিচয়’ ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় গীতার। জিতেন্দ্র ও জয়ার সঙ্গে গুলজার পরিচালিত এই ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। এরপর ৭০ থেকে ৮০-এর দশকে একাধিক বলিউড ছবিতে অভিনয় করেন। তার মধ্যে ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডিস্কো ডান্সার’, ‘রাম তেরি গঙ্গা মাইলি’, ‘নুরি’, ‘দেশ প্রেমী’, ‘ডান্স ডান্স’, ‘কসম প্যায়দা করনে ওয়ালি কি’, ‘শকিন’, ‘অর্থ’, ‘মান্ডি’, ‘গমন’ অন্যতম ।

সিদ্ধার্থ কাককে বিয়ে করেন গীতা । পেশায় ডকুমেন্টারি পরিচালক, টেলিভিশন হোস্ট ও প্রযোজক সিদ্ধার্থ । তাঁর জনপ্রিয় শো ‘সুরভি’। ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত দূরদর্শনে দেখানো হত এই অনুষ্ঠান। এই শো-র আর্ট ডিরেক্টর ছিলেন গীতা। অভিনয়ের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*