রাহুল গান্ধীর ‘সাভারকর’ মন্তব্যে অসন্তুষ্ট শিবসেনা, মহারাষ্ট্রে আন্দোলনের হুমকি ফড়নবিশের

Spread the love

জোটসঙ্গীর ব্যবহারে এবার অসন্তোষ প্রকাশ করলো শিবসেনা ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর “আমি রাহুল সাভারকর নই” মন্তব্যের বিরোধিতা করল মহারাষ্ট্রে কংগ্রেসের নতুন জোটসঙ্গী শিবসেনা ৷ শিবসেনার তরফে বলা হয়, বীর সাভারকরকে এভাবে অপমান করা উচিত নয় ৷ তাদের দল মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুকে সম্মান করে ৷ রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশও ৷ মহারাষ্ট্রজুড়ে আন্দোলন চলবে রাহুলের মন্তব্যের প্রতিবাদে, এমনও বলেন তিনি ৷

প্রসঙ্গত, রাহুল গান্ধী কিছুদিন আগে “রেপ ইন ইন্ডিয়া” মন্তব্য করেন ৷ সেই নিয়ে উত্তাল হয় সংসদ ৷ বিজেপি সাংসদরা তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানান ৷ কিন্তু রাহুল ক্ষমা চাইতে অস্বীকার করেন ৷ তিনি বলেন, আমি যে সত্যি কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইব না ৷

উল্লেখ্য, শনিবার বিকেলে দিল্লির রামলীলা ময়দানে দলের জন সমাবেশে রাহুল গান্ধী বলেন, আমার নাম রাহুল সাভারকর নয়, আমি রাহুল গান্ধী ৷ আমি সত্যি কথা বলার জন্য কখনও ক্ষমা চাইব না ৷ কোনও কংগ্রেস সদস্যও তা করবে না ৷ ভারতের অর্থনীতি ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদী ও তাঁর সহকারী অমিত শাহকেই দেশের কাছে ক্ষমা চাইতে হবে।

এরপরই রাহুলের এই বক্তব্যের প্রতিবাদ করে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করেন, আমরা পণ্ডিত নেহরু ও মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি ৷ বীর সাভারকরকে অপমান করা আপনাদের উচিত নয় ৷ সংবেদনশীল হওয়ার জন্য কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*