সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার আগুন ছড়ালো রাজধানী নয়াদিল্লিতেও। নাগরিকত্ব আইনের প্রতিবাদে রবিবার দুপুরবেলা থেকে দিল্লির রাজপথে কার্যত তাণ্ডব চালায় আন্দোলনকারীরা। প্রতিবাদের নামে অশান্তির এই ছবি দেখা গেল নয়াদিল্লির মথুরা রোড, ভরত নগর সহ একাধিক এলাকায়। একের পর এক বাসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাসের আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা দমকলের একাধিক ইঞ্জিনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
এই ঘটনায় আহত হয়েছেন এক দমকলকর্মী। বাকিরা কোনও রকমে পালিয়ে প্রাণ বাচান বলে জানা যাচ্ছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। জানা যাচ্ছে, বেশ কিছু জায়গায় ইতিমধ্যে সিআরপিএফও নামানো হয়েছে। অন্যদিকে, বিক্ষোভের জেরে দিল্লিতে দিল্লির মেট্রো পরিষেবাতেও প্রভাব পড়েছে। দিল্লি মেট্রো সূত্রে জানানো হয়েছে, সুখদেব বিহার, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ওখলা বিহার এবং যশোলা বিহার এই চারটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। কোনও ট্রেন এই চারটি স্টেশনে থামবে না বলেও জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
Be the first to comment