নির্ভয়ার দোষীদের ফাঁসুড়ে হতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আন্তর্জাতিক শুটারের। রবিবার রক্ত দিয়ে একটি চিঠি লিখে তিনি স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন। তাঁর কথায়, একজন মহিলা যদি নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেন তাহলে তা সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করবে।
চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ১০টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ। এছাড়াও বৃহস্পতিবার ফাঁসুড়ে চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা। নাম উঠে এসেছে একাধিক ফাঁসুড়ের। যারা পূর্বে অনেক গুরুত্বপূর্ণ মামলায় ফাঁসুড়ের দায়িত্ব পালন করেছেন। এবার নির্ভয়ার চার দোষী অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে আবেদন জানালেন বর্তিকা সিং নামে এই শুটার।
চিঠিতে তিনি লেখেন, নির্ভয়ার দোষীদের ফাঁসি আমাকে দিয়ে দেওয়ানো উচিত। সমাজে এটা একটা দৃষ্টান্ত তৈরি হবে যে একজন মহিলাও এমন কিছু করতে পারে। সমস্ত মহিলা অভিনেত্রী ও লোকসভার সাংসদের অনুরোধ, আমাকে সমর্থন করুন। এমন হবে সমাজে একটা পরিবর্তন আসবে।
Be the first to comment