নাগরিকত্ব আইনের পক্ষে ২৩ ডিসেম্বর কলকাতায় মিছিল করবে বিজেপি

Spread the love

এবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর পক্ষে পথে নামতে চলেছে রাজ্য বিজেপি। ২৩ ডিসেম্বর কলকাতায় মিছিল করবে তারা। একই দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও মিছিল হবে। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর প্রতিবাদে লাগাতার বিক্ষোভ চলছে অসম, মেঘালয়, ত্রিপুরায়। শুক্রবার দুপুর থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, বীরভূম সহ একাধিক জায়গায় বাস, ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। বিষয়টির প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। পাশাপাশি বিজেপির মণ্ডলগুলিতে সভা করার কথাও ভাবা হয়েছে বলে জানানো হয়। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, পুরোপুরি তৃণমূল পরিকল্পিত ভাবে করেছে। যদি তা না হত অসমের মতো বন্ধ হয়ে যেত। এভাবে তো চলতে পারে না, আমরা এর প্রতিবাদে মিছিল করবো।

পাশপাশি বিজেপির পক্ষ থেকে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি রাজ্যপালের কাছে যাব। এভাবে চলতে পারে না। দরকারে কেন্দ্রের কাছে রিপোর্ট দেব। এভাবে মানুষ বাঁচতে পারে না। আর আদতে যারা বিক্ষোভ করছে তারা সম্পত্তি ধ্বংস করছে। রাজ্য সরকার চাইছে ঘটনাটা বাড়ুক।

এদিন কী বললেন দিলীপ ঘোষ?

শুনুন!

https://www.facebook.com/BJP4Bengal/videos/1247924322044524/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*