কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত কর পুরকায়স্থ। এছাড়াও ছিলেন স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব, রাজ্যের পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা। ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। এদিনের বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশকে সতর্ক এবং সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও, হাঙ্গামা হলেই কড়া হাতে মোকাবিলা করার জন্যে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজ্যের পাশাপাশি কলকাতা পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার জন্যে রাজ্যের প্রশাসনিক প্রধান নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে প্রতিবাদের নামে তাণ্ডব চলছে। গোটা রাজ্যজুড়ে রাস্তা অবরোধ করা থেকে ট্রেনে হামলা, স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটেই চলেছে। রবিবার সকাল থেকে একই ঘটনা অব্যাহত। উত্তেজনা কমার কোনও লক্ষণই নেই।
এই অবস্থায় রবিবার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন প্রশাসন-পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী তাঁদের কাছে গোটা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির খোঁজ নেন। কোথায় কি অবস্থা, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেন বলে জানা গিয়েছে। প্রায় কয়েক ঘন্টা ধরে এই বৈঠক চলে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে পুলিশ প্রশাসনকে বিক্ষোভ, অবরোধ কড়া হাতে মোকাবিলার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকতেও নির্দেশ দেন বলে জানা যাচ্ছে।
Be the first to comment