এই আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯- এর বিরোধিতায় রাজ্যবাসীকে রক্ত দিয়ে চিঠি লিখে প্রতিবাদ জানাতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরিকত্ব (সংশোধনী) আইনের (CAA) প্রতিবাদে কলকাতায় মিছিল করার পর মমতা একথা বলেন। তিনি জানিয়ে দেন এই আইনের বিরুদ্ধে লড়াই রাজ্যের প্রত্যেকের।

সোমবার জোড়াসাঁকোয় CAA বিরোধী মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা। তিনি বলেন, গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে। এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷ রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারও অধিকার আছে। প্রয়োজনে রক্ত দিয়ে চিঠি লিখুন। রাষ্ট্রপতির কাছে নিজের দাবি জানান। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আজ রাজ্যে প্রতিবাদ মিছিল করেন মমতা ৷ মিছিল শুরুর আগে উপস্থিত দলীয় কর্মী- সমর্থকদের এই আইনের প্রতিবাদে জোরদার আন্দোলনে সামিল হওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান তিনি। 

এদিন ময়দানের কাছে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিল শুরু করেন মমতা ৷ গান্ধী মূর্তি হয়ে জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ির সামনে শেষ হয় মিছিল ৷ এরপর বক্তব্য রাখেন তিনি। বলেন, এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষ্যত্বের লড়াই ৷

প্রসঙ্গত, CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ বিক্ষোভ, প্রতিবাদ চলছে রাজ্যেও ৷ ৬টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ অনেক জায়গায় প্রতিবাদের নামে ট্রেন, বাসে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে যানবাহনও। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিলেন মমতা ৷ রাজ্যে বিক্ষোভের নামে অনেক জায়গায় যে তাণ্ডব চলছে সেই প্রসঙ্গ বলেন, ওই কয়েকটা লোক চায় না আপনারা আন্দোলনে জিতুন। ওরা একটা দুটো আগুন লাগিয়ে আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে দেবে। তারপর সেনা নিয়ে আসতে বলবে। আগুন লাগাবেন না। আগুনে মানুষের কষ্ট হয়। শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আগামীকালও এই আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

আজ মমতা তাঁর বক্তব্য শেষের আগে আগামীকালের মিছিলের জন্য সবাইকে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে জমায়তে হওয়ার আহ্বান জানান ৷ বেলা ১টায় এই মিছিল শুরু হবে ৷ এদিকে CAA-র প্রতিবাদে রাজ্যজুড়ে চলা অশান্তির প্রেক্ষিতে মুখ্যসচিব ও DG-কে সোমবার সকালে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল ৷ কিন্তু তাঁরা কেউ যাননি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি কী তা জানাতে মমতাকেও ডেকে পাঠান রাজ্যপাল। এক টুইটবার্তায় রাজ্যপাল নিজেই এই কথা জানিয়েছেন ৷

এদিন কী বললেন মুখ্যমন্ত্রী?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2521553071498850/?t=2
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2450271048434486/?t=2

দেখুন ভিডিও!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/438627663478768/?t=33
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/549238492588962/?t=0
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/598811230869076/?t=0
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2389666291295885/?t=0
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/524849534906856/?t=0
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2669126239832807/?t=589

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*