দিন মজুরের ছেলে আমেরিকার বড় চাকরি ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে

Spread the love

বর্ণনা এয়্যাদগিরি, যিনি আমেরিকার বড় প্যাকেজের চাকরি ছেড়ে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছেন। এটি একটি বড় অনুপ্রেরণামূলক গল্প। যে গল্পে কঠিন সংকল্প এবং কঠোর পরিশ্রম, দৃঢ়তা থাকলে বিশ্বের কোন কিছুই অসম্ভব নয়। বর্ণনা দৈনিক খেটে খাওয়া এক মজুরের ছেলে। তার বাবা প্রতিদিনে মাত্র ১০০ টাকা উপার্জন করতেন। সেই ছেলে কঠিন সংকল্পে পড়াশোনা করে মার্কিন মুলুকে আইআইএমতে (IIM) একটি বড় চাকরিও জুটিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি সেই চাকরি প্রত্যাখ্যান করেন। বরং তিনি মাতৃভূমির প্রতি দায়িত্ব পালন করার জন্যে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। শনিবার দেরাদুনে একটি প্যারেডে যখন তার বাবা তাকে ইন্ডিয়ান মিলিটারী একাডেমীতে সেনাবাহিনীর ইউনিফর্মে দেখেছিলেন তখন তিনি কেঁদে ফেলেছিলেন। বর্ণনা এয়্যাদগিরির বাবা বর্ণনা গুননায়া, হায়দ্রাবাদে একটি সিমেন্ট কারখানায় একজন দৈনিক মজুরি হিসাবে কাজ করেন, তিনি একদিন আগেও জানতেন না যে তার পুত্রকে একজন ভারতীয় সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হচ্ছে। উল্লেখ্য যে, বর্ণনা এয়্যাদাগিরি ভারতীয় মিলিটারি একাডেমির সম্মানিত রৌপ্য পদক প্রাপ্তিলাভ করেছেন।
ছবি ফেসবুক থেকে সংগৃহীত

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*