NRC নিয়ে বিতর্কের মাঝেই রাজ্যে স্থগিত NPR

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। বিতর্ক চলছে NRC নিয়েও। এরই মধ্যে NPR (ন্যাশনাল পপুলেশন রেজিস্টার) তৈরির কাজ স্থগিত করে দিল রাজ্য সরকার কারণ নবান্ন মনে করছে, NPR-কে অনেকেই NRC-এর প্রথম ধাপ হিসেবে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

জনগণনার স্বার্থে প্রতিটি রাজ্যে হয় NPR। রাজ্যে কোন এলাকায় কত মানুষ বসবাস করে, শেষ ছয় মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছে, সেই সমস্ত তথ্য নথিভুক্ত করা হয় NPR -এ। কোন এলাকায় কত স্ত্রী,পুরুষ এবং শিশু থাকে তার তথ্য নথিভুক্ত করা হয় । বিষয়টি জনগণনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাজ্যের জনসংখ্যার প্রকৃত চিত্রটা পাওয়া যায়। রাজ্য সরকার কিছুদিন আগে NPR-এর কাজ শুরু করে। এ জন্য কর্মীদের প্রশিক্ষণেরও কথা চলছিল। কিন্তু আজ নবান্নর তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিত করে দেওয়া হল সেই কাজ।

নবান্ন সূত্রে খবর, ২০১১ এবং ২০১৫ সালে হয়েছিল NPR। চার বছর অন্তর এই কাজ হয়। সেই সূত্রে এ বছর শুরু হওয়ার কথা ছিল NPR-এর কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে NRC-এর বিরোধিতায় সরব হয়েছেন তাতে NPR- এর কাজ শুরু হলে তা অন‍্য বার্তা দিতে পারত বলে মনে করছে নবান্ন। কারণ অসমে NPR -এর তথ্যের ওপর ভিত্তি করেই NRC হয়েছিল। অন্যদিকে রাজ্য সরকার ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমির খোঁজ করছে বলে বিরোধীদের একটা অংশ অভিযোগ তুলেছে। NPR-এর ক্ষেত্রেও একই ভাবে প্রচার চালানো হতে পারে বলে আশঙ্কা রাজ্য সরকারের। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*