রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো তথাগত রায়কে

Spread the love

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ জ্বলছে। একের পর এক রাজ্যে জ্বলছে প্রতিবাদের আগুন। সবথেকে খারাপ অবস্থা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। এই অবস্থায় বিতর্কিত মন্তব্য করেন রাজ্যপাল তথাগত রায়। তাঁর মন্তব্য ছিল, সংশোধনী নাগরিক আইনের বিরুদ্ধে যাঁরা কথা বলছেন, তাঁরা উত্তর কোরিয়া চলে যান। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের জন্ম হয়। যদিও পরবর্তীকালে বিষয়টি তিনি বলেননি বলেই দাবি করেন। জানা যাচ্ছে, তাঁর এই মন্তব্যের তিনদিন পরই রাজ্যপালের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়কে।

আজ সোমবার রাষ্ট্রপতির দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে নাগাল্যান্ডের পাশাপাশি মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলানোর। যদিও এই বিষয়ে তথাগত রায় জানিয়েছেন, অব্যাহতি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। আমি নিয়মমাফিক ছুটিতে যাচ্ছি।

গত শুক্রবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তীব্র প্রতিবাদ গোটা দেশজুড়ে। ফুঁসছে গোটা উত্তর-পূর্ব। তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। টুইটারে তথাগত লেখেন, ‘‌এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে দুটো জিনিস ভুললে চলবে না। প্রথমত, ধর্মের নামেই দেশভাগ করা হয়েছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র মানেই তো বিভাজনকারী। তা না চাইলে উত্তর কোরিয়া চলে যান।’ তাঁর এই মন্তব্যের পরই শুক্রবার রাজভবনের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*