নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজও রাজপথে মমতা, যাদবপুরের ৮বি থেকে শুরু মহামিছিল; দেখুন সরাসরি!

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

সংবিধান-বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মঙ্গলবারও মহামিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যাদবপুরের ৮বি তে মমতা বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করবেন। দুটি স্লোগান থাকবে, এনআরসি মানছি না, মানব না। ক্যাব মানছি না মানব না। এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে মহামিছিলে অংশ নিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সৌগত রায়, মালা রায়, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, অভিনেতা সোহম সহ বিশিষ্টরা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একহাত নেন। যাদবপুরে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, পোশাক দেখে কি আন্দোলনকারীদের চেনা যায়? পোশাক দেখে আন্দোলন চেনা যায় কখনও ভাবিনি। পোশাক, খাবার যারা যার নিজের মতো। পাশাপাশি বিজেপিকে দুষে মমতা বলেন, বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। গায়ের জোরে সবকিছু হয় না। মানুষের সমর্থন না পেলে আইন কার্যকর হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন করা হয়নি। কবে বিল পাস হবে, আগে জানানো হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই।

নাগরিকত্বের নয়া আইন প্রত্যাহার না হলে রাস্তায় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই চড়া সুর বজায় রেখেই সোমবারের পর মঙ্গলবারও নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ যাদবপুর ৮-বি থেকে তৃণমূলের মিছিল শুরু হয়েছে। মিছিল যাবে যদুবাবুর বাজার পর্যন্ত।

দেখুন লাইভ-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/610061219752426/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1835571039920512/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/483065249002961/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/291025505174105/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1249706511895452/
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/291736995102047/

দেখুন ছবি-

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2892458027488186


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*