‘পোশাক দেখে আন্দোলনকারীদের চেনা যায়!’ মোদীকে একহাত নিলেন মমতা

Spread the love

মঙ্গলবার পোশাক-বিতর্কে নরেন্দ্র মোদীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে দ্বিতীয় দিন, মঙ্গলবার কলকাতার রাজপথে নেমে মোদীকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পোশাক দেখে আন্দোলনকারীদের কি চেনা যায়? কখনও ভাবিনি পোশাক দেখে আন্দোলনকারীদের চেনা যায়! পোশাক-খাবার যার যার নিজের।

উল্লেখ্য, সিএএ বিক্ষোভ ধিরে যখন উত্তাল গোটা দেশ, সেই প্রেক্ষাপটে গত রবিবার ঝাড়খণ্ডের দুমকায় মোদী বলেন, টিভিতে, ছবিতে পোশাক দেখেই চেনা যাচ্ছে কারা অশান্তি করছেন’’। মোদীর এই মন্তব্যের পর দেশজুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

উল্লেখ্য, সোমবারের মতো মঙ্গলবারও সিএএ-র প্রতিবাদে পথে নেমে বিজেপিকে দুষে মমতা বলেন, বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছে। গায়ের জোরে সবকিছু হয় না। মানুষের সমর্থন না পেলে আইন কার্যকরী হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন করা হয়নি। কবে বিল পাস হবে, আগে জানানো হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইন-এনআরসির বিরুদ্ধে এই আন্দোলন জয়লাভ করবেই। তিনি আরও বলেন, দু-একটা ‘ছোটখাটো’ ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার উত্তর বঙ্গের সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি এদিন জামিয়া মিলিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও উঠে আসে নেত্রীর কথায়।

সোমবারের মতো মঙ্গলবারও শপথ পাঠ করিয়ে মহামিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও মিছিল শুরুর আগে শান্তির বার্তা দিয়ে মমতা বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল করুন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/291736995102047/?t=0



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*