নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাষ্ট্রপতিকে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠালেন তৃণমূল যুব কংগ্রেসের শিলিগুড়ির কর্মীরা । সোমবার, কলকাতার জোড়াসাঁকোয় CAA (নাগরিকত্ব সংশোধনী আইন)-এর বিরোধী মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দেন মমতা ৷ সেই সঙ্গে আইনের প্রতিবাদে রাজ্যবাসীকে রক্ত দিয়ে চিঠি লিখে রাষ্ট্রপতিকে পাঠাতে বলেন ৷ তারপর আজ শিলিগুড়িতে তৃণমূল যুব কংগ্রেসের ডাবগ্রাম ব্লক সভাপতি গৌতম গোস্বামীর নেতৃত্বে সংগঠনের ৫০ জন কর্মী নিজেদের রক্ত দিয়ে চিঠি লেখেন ৷
প্রসঙ্গত, নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর বিরোধিতা করে সোমবার কলকাতায় রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মিছিল শেষে CAA বিরোধী মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি দেন মমতা । তিনি বলেন, ” গণতান্ত্রিক পথে আন্দোলন চলবে । এর শেষ দেখেই ছাড়ব ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন রাজ্যে লাগু করতে হলে আমার লাশের উপর দিয়ে করতে হবে ৷”
Be the first to comment