শীবু শীল শুভ্র:
দুজনে বসে কলেজের প্রাঙ্গণে গল্পে ব্যস্ত
জীবনের গল্পে মিশে একাকার, সবাই তা দেখতো!
নরম ঘাসের উপর রোদের ঝিলিক স্বাক্ষী
ভালো-বাসা সীমাহীন অবুঝ মন যন্ত্রণায় অপদস্থ।
তোমার আস্কারায় স্বপ্নে বিভোর
জীবনের গল্পের বই-পড়তেছি “কুড়িয়ে পাওয়া নূপুর ”
হাত ধরে কাছাকাছি হেঁটেছিলাম, কত যে সকাল- দুপুর
মনের সাথে মন মিলে গেছে অরণ্য-রাজরাণীর।
দুজনের অল্পতে ঝগড়া,শুধুই ছিলো মনগড়া
জীবনের গল্পের পাতায়, আজ কেন অধরা?
কখনো নিলুদার রেস্টুরেন্ট নয়তো কখনো প্রকৃতি প্রেম
এভাবেই মিশ্রণ ছিলো ভালোবাসায় ভরা দিন-গুলি।
আড্ডা মলিন ভেঙ্গে গেলো পুতুল পুতুল প্রেম
জীবনের গল্পগুলো মিশ্রিত রং তুলির চিত্রতে!
সময়ের স্রোতে হাঁরিয়েছে তোমার মিথ্যে প্রতিশ্রুতি
তোমার কথায় বাধ্য পরিধান করেছি শ্বেত ধুতি।
পুতুল পুতুল প্রেম ভেঙ্গেছে অরণ্যর স্বপ্ন
রাজরানীর প্রেমের বিষাক্ততা হায় শুধুই দু:স্বপ্ন!
এতো সুন্দর উপহার স্মৃতি-তে স্মরণীয় রবে
অভিনয় আর না রাজরানী, কারো জীবন নিয়ে।
Be the first to comment