মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর যানজটে জেরবার ওই চত্বর। তার উপর বুধবার থেকে বন্ধ থাকবে মাঝেরহাট আন্ডারপাস। নতুন ব্রিজের কাজের কারণে অনির্দিষ্টকালের জন্য আন্ডারপাস বন্ধ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। এর প্রভাবে প্রবল যানজট তৈরি হতে পারে আলিপুর, নিউ আলিপুর, ডায়মন্ড হারবার রোডে।
২০১৮-এর ৪ সেপ্টেম্বর আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আহত হন ২৫ জন। এ ঘটনার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় পুরানো মাঝেরহাট ব্রিজ ভেঙে ফেলা হবে। তৈরি করা হবে নতুন ব্রিজ। সে সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এক বছরের মধ্যে নতুন ব্রিজ তৈরি হবে। কিন্তু এক বছর পার হয়ে গেলেও তা কার্যকর হয়নি।
এ বিষয়ে রাজ্যের পূর্ত দপ্তরের দাবি, ব্রিজের যে অংশগুলি পূর্ত দপ্তরের অধীনে তার কাজ সঠিক সময়ে শেষ হয়েছে। অভিযোগ, রেলের অংশের জন্যই থমকে রয়েছে কাজ। এমনকি, গত নভেম্বর মাসেও রেলওয়ে সেফটি কমিশনের ছাড়পত্র আসেনি। বিষয়টি নিয়ে রেলমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।
পরে জানা যায় , রেল মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় নবান্নে। ব্রিজের নকশা নিয়ে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল। পাশাপাশি ব্রিজের ইরেকশন এবং মেইনটেনেন্স রুল নিয়েও জানতে চাওয়া হয়েছিল। অভিযোগ সেই সব তথ্য দিতে ঢিলেমি করেছে নবান্ন। তবে জানা যাচ্ছে জট কেটেছে। মাঝেরহাট ব্রিজের শেষ ধাপের কাজ শুরু হচ্ছে। আর তাই আজ থেকে বন্ধ থাকবে আন্ডারপাস। ফলে ডায়মন্ড হারবার রোড দিয়ে আসা যানবাহন রাজা সন্তোষ রোড ব্যবহার করতে পারবে না।
একইভাবে রাজা সন্তোষ রোডের গাড়ি ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে পারবে না। সেই সূত্রে কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছে, ডায়মন্ড হারবার রোডে যাওয়ার জন্য আলিপুর-বর্ধমান রোড ব্যবহার করতে হবে।
Be the first to comment