১৪৪ ধারা উপেক্ষা করে CAA-এর প্রতিবাদে পথে নেমেছে বেঙ্গালুরুর একাধিক সংগঠন । সেখানেই এক প্রতিবাদ মিছিল থেকে ঐতিহাসিক রামচন্দ্র গুহকে আটক করল পুলিশ। বেঙ্গালুরুর টাউন হলের কাছে একটি মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। পথে হাঁটতে হাঁটতে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় আটক করা হয় তাঁকে।
রামচন্দ্র গুহ বলেন, গান্ধীর পোস্টার নিয়ে মিছিলে সামিল হয়েছিলাম। সেখানে সংবিধান নিয়ে সংবাদমাধ্যমগুলির সঙ্গে কথা বলছিলাম। সেইসময় পুলিশ আমাকে আটক করে।এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, রামচন্দ্র গুহ বলছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করছে পুলিশ। দেশ বিভাজনের এই আইনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপানারা কোথাও কোনও বিক্ষোভ বা হিংসা দেখতে পাচ্ছেন ? কথা বলতে বলতেই তাঁকে টানতে টানতে গাড়িতে তোলে একদল পুলিশকর্মী। পরে জানা যায়, আটক করা হয়েছে রামচন্দ্র গুহকে ৷
Be the first to comment