এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ, “বেটি বাঁচাও বেটি পড়াও”- র ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সরানো হলো পরিণীতি চোপড়াকে
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে একে একে সরব হচ্ছেন বলিউড তারকরা। গতকাল দুপুরে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে জমায়েতও করেন অভিনেতা, অভিনেত্রী, চিত্রপরিচালকরা।
সোশ্যাল মিডিয়ায় নিজের মত জানিয়েছিলেন পরিণীতি চোপড়া। সিএএ-র পরেই তিনি টুইট করে লিখেছিলেন, “এই দেশ আর কোনও ভাবেই গণতান্ত্রিক থাকল না।” পাশাপাশি, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপরে পুলিশি হামলার নিন্দাও করেন তিনি।
এর পরেই নাকি তাঁকে মোদী সরকারের “বেটি বাঁচাও, বেটি পড়াও” কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে! এমনটাই দাবি বলিউড সূত্রের। যদিও পরিণীতি নিজে এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।
Be the first to comment