বিদ্যাধরী নদীর পুনরুজ্জীবনে সাড়ে ৪ হাজার কোটির প্রকল্প
বিদ্যাধরী পুনরুজ্জীবনে পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্যের নদী পুনরুজ্জীবন কমিটি। আগামী দেড় থেকে পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে এই প্রকল্প। খরচ হবে আনুমানিক সাড়ে চার হাজার কোটি টাকা। এর ফলে উপকৃত হবেন হাড়োয়া ও মিনাখাঁ ব্লকের চাষি ও মৎস্যজীবীরা।
রাজ্যের নদী পুনরুজ্জীবন কমিটির পরিকল্পনা, প্রতি তিন মাস অন্তর এই কাজ পর্যালোচনা করা হবে। প্রকল্প বাস্তবায়নে জেলাশাসকের নেতৃত্বে গড়া হবে নজরদারি কমিটি। তারা রাজ্য স্তরের কমিটির কাছে প্রতি তিন মাস অন্তর রিপোর্ট পাঠাবে।
Be the first to comment