যাঁরা ধর্মের ভিত্তিতে দেশে বিভাজন আনতে চাইছে, তাঁদের বিরুদ্ধে একজোট হোন। আন্তর্জাতিক মানবতা দিবসে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনের নাম না-করলেও তাঁর এই বার্তায় বিজেপির নয়া আইনের বিরোধিতায় সুর চড়ানোর ইঙ্গিত স্পষ্ট।
শুক্রবার ট্যুইটারে মমতা লিখেছেন, ‘আন্তর্জাতিক মানবতা সংহতি দিবসে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উদ্যাপন করুন। এটা আমাদের শক্তি। যাঁরা ধর্ম, জাতপাতের ভিত্তিতে বিভাজন করতে চাইছে, তাঁদের পরাজিত করতে একজোট হয়ে কাজ করুন।’
বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হওয়া ইতিহাসবিদ রামচন্দ্র গুহ-সহ অন্যদের প্রতি পুলিশের ব্যবহারের কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, ‘এই সরকার পড়ুয়াদের ভয় পাচ্ছে। CAB-NRC নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রাখা দেশের বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকেও ভয় পাচ্ছে সরকার। রামচন্দ্র গুহকে আটকের নিন্দা করছি। আটক হওয়া প্রত্যেকের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।’
Be the first to comment