CAA বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ পার্কসার্কাস ময়দানে সংখ্যালঘু মানুষের সমাগমকে সামনে রেখে তিনি বলেন,”সবাই মিলে এক হয়ে আন্দোলন করুন । সবাই মিলে এক হলে BJP-র খেল খতম ৷ দেশবাসীকে বলছে চলে যাও । দেশবাসীকে ভাগাতে গেলে নিজেরাই ভেগে যাবে ।” আজ সভার শুরু থেকেই নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৮ , NRC নিয়ে ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা ৷
বেলা তিনটে নাগাদ কলকাতার পার্ক সার্কাস ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সভাতে তৃণমূল শীর্ষ নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার বেশ কয়েকজন বুদ্ধিজীবীও । মমতার ডাকে সংখ্যালঘুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । উপস্থিত সকলের সামনে আবারও মমতা ঘোষণা করেন, “CAA এবং NRC হবে না । সকলেকে একসঙ্গে আন্দোলন করতে হবে ।” স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নরেন্দ্র মোদি – অমিত শাহদের উদ্দেশ্যে মমতা বলেন, “কারও কারও ভোটে সরকার এসেছে । তারা কি দেশের নাগরিক নয়, আপনারা ঠিক করবেন কে নাগরিক ? সারা দেশে হিংসার দায় বিজেপির। সবাই এক হলে বিজেপির খেল খতম । অটলজি বেঁচে থাকলে রাজধর্ম পালন করতেন। দেশবাসীকে বলছেন চলে যাও । দেশবাসীকে ভাগাতে গিয়ে নিজেরা ভেগে যাবে।
অন্যদিকে নাগরিকত্ব আইন, ২০১৯ ও NRC-র বিরোধিতায় মমতার পাশে দাঁড়িয়েছেন রাজ্যের একাধিক বুদ্ধিজীবীরাও। আজ তাঁদের বেশ কয়েকজনকে সভা মঞ্চে উপস্থিত থাকতে দেখা যায় ৷ উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, অতুল মুখোপাধ্যায়, জয় গোস্বামী, সহ অন্যরা ৷ ছিলেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, দোলা সেন ৷ আজ তৃণমূল ভবনে CAA নিয়ে জুরুরি বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠক শেষ করেই সরাসরি পার্কসার্কাস ময়াদানে সভাতে যোগ দেন মমতা ৷ সেখানে প্রায় 45 মিনিট CAA ও NRC-র বিরোধিতায় ভাষণ দেন তিনি ৷ সেই সঙ্গে সভামঞ্চ থেকে রাজ্যবাসীকে CAA ও NRC-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই কারার বার্তা দেন তিনি ৷
দেখুন লাইভ!
ক্লিক করুন নিচের লিঙ্কে
https://m.facebook.com/story.php?story_fbid=1427569004033516&id=364551790278835
Be the first to comment