উড়ালপুলের নিচে আটকে যায় একটি পরিত্যক্ত কার্গো বিমানবাহী ট্রাক (ট্রেলার) ৷ পরিত্যক্ত কার্গো বিমানটি ভারতীয় ডাক বিভাগের ৷ অনেক চেষ্টার পর অবশেষে সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ উড়ালপুলের নিচ থেকে ট্রাকটিকে বের করা সম্ভব হয় ৷
সোমবার মধ্যরাতে দুর্গাপুরের মেইন গেট সংলগ্ন দু’নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের নিচে আটকে পড়ে বিমানবাহী ওই ট্রাকটি (ট্রেলারটি) ৷ বিমানটিকে কলকাতা থেকে জয়পুর নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দু’নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ওপর ট্রেলারটি আটকে যাওয়ায় বাধে বিপত্তি ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ ট্রাকটি উড়ালপুলের নিচ থেকে বের করে আনার জন্য প্রথমে পিছনের চাকার হাওয়া বের করে দেওয়া হয় ৷ পরে অন্য একটি লরি এনে তার সঙ্গে দড়ি, লোহার শিকল বেঁধে টচিং করে টেনে বের করা হয় আটকে থাকা বিমানবাহী ট্রাকটিকে ৷
অন্যদিকে সকাল থেকেই বিমানটিকে দেখতে ভিড় জমান উৎসাহী জনতা ৷ যার জেরে দু’নম্বর জাতীয় সড়কে অন্ডাল থেকে মুচিপাড়াগামী লেনে যানজটের সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় ৷ জানা গেছে এর আগেও ট্রাকটি দমদম থেকে বেরিয়ে আগরতলার একটি উড়ালপুলের নিচেও আটকে পড়েছিল । তাই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আলোচনায় বসেছে ৷ এখন দেখা হচ্ছে কোন পথে ট্রাকটিকে পাঠানো হলে ফের এই ধরনের বিপত্তি হবে না ৷
Be the first to comment