”দেখো গণতন্ত্র দেখো”, প্রতিবাদ মিছিল থেকে মোদীকে আক্রমণ করলেন মমতা

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জির (NRC) প্রতিবাদে মঙ্গলবার ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ সভা থেকে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, “দেখো গণতন্ত্র দেখো”। CAA ও NRC ইস্যুতে শহরে প্রতিবাদ মিছিল করছেন মমতা। আজও সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ির সামনে থেকে তাঁর নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয়।

মিছিল শুরু হওয়ার আগে সিমলা স্ট্রিটে প্রতিবাদ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। বলেন, লখনউয়ে নামতে দেয়নি। আর আমাদের এখানে এসে মিছিল করে চলে যাচ্ছে। দেখো গণতন্ত্র দেখো।

উল্লেখ্য, সোমবার ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। JMM জোটের কাছে পরাজিত হয়েছে বিজেপি। সেই প্রসঙ্গে আক্রমণ করে মমতা বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন NRC হবে। আর প্রধানমন্ত্রী বলছেন, আমরা তো বলিনি। মানুষের কাছ থেকে যোগ্য জবাব পেয়েছেন। ঝাড়খণ্ডে বিজেপি লণ্ডভণ্ড হয়েছে। একবার যদি ঝাড়বাতি জ্বলে তাহলে আর অন্য আলো লাগবে না।

প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই সব অহংকার, ঔদ্ধত্য ছাড়ুন। কেন হিন্দু-মুসলিমদের অপমান করছেন? আধার, প্যান কিছু চলবে না। শুধু আপনাদের দাঙ্গার মাদুলি চলবে। এতো চোখ দেখাবেন না। ধর্ম নিয়ে খেলা? আমরা ধর্ম নিয়ে খেলি না। মানবতাকে ভাগ করার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*