সরকারি সম্পত্তি ভাঙচুর ও নষ্টের ক্ষতিপূরণ চেয়ে ২৮ জন বাসিন্দাকে নোটিস পাঠালো উত্তরপ্রদেশ সরকার ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC নিয়ে দেশ জুড়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে ৷ ইতিমধ্যে যোগী আদিত্যনাথের রাজ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের ৷
উত্তরপ্রদেশের প্রথম জেলা হিসাবে রামপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ জনকে ক্ষতিপূরণের নোটিস পাঠানো হয়েছে ৷ এঁদের মধ্যে রয়েছেন একজন হস্তশিল্পী ও একজন মশলার ফেরিওয়ালা ৷ তাদের সরাসরি হিংসা ছড়ানো ও সরকারি সম্পত্তি নষ্টের জন্য দায়ি করা হয়েছে ৷ তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের থেকে ১৪.৮ লাখ টাকার সরকারি সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ নেওয়া হবে না?
উল্লেখ্য কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামপুরের জেলাশাসক আঞ্জনেয় কুমার সিং বলেন, আমরা ২৮ জনকে নোটিস পাঠিয়েছি ৷ পুলিশি তদন্তে এঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের প্রমাণ আছে ৷ এক সপ্তাহের মধ্যে তাঁদের জবাব দিতে হবে, অন্যথায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ অভিযান চালিয়ে কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
জেলা প্রশাসন আরও জানিয়েছে, স্থানীয় পুলিশের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই এই নোটিস পাঠানো হয়েছে ৷ পুলিশের কাছে ভিডিয়ো ও ছবি আছে ৷ এছাড়াও পুলিশের কাছে CCTV ফুটেজও আছে, বলে জানানো হয়েছে ৷
Be the first to comment