এনআরসি-সিএএ’র প্রতিবাদে এবার উত্তরবঙ্গে পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শেষ তিন দিন, ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি ও জলপাইগুড়িতে মিছিল করবেন তিনি ৷
এনআরসি-সিএএ’র বিরোধিতায় দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গকে টার্গেট করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। উত্তরবঙ্গে অনেক উদ্বাস্তু রয়েছেন। রয়েছেন রাজবংশী, কামতাপুরী সম্প্রদায়ের মানুষজন। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই মানুষগুলোর মন জয় করাটা এটাই মোক্ষম সুযোগ তৃণমূলের কাছে ৷
উল্লেখ্য, এবার লোকসভা ভোটে উত্তরবঙ্গ খালি হাতে ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও পরবর্তী সময়ে কালিয়াগঞ্জের উপনির্বাচনে কামব্যাক করেছে তৃণমূল। মঙ্গলবার শহরে সিমলা স্ট্রিট থেকে বেলেঘাটা পর্যন্ত চতুর্থদিনের পদযাত্রায় সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার শেষে বেলেঘাটার সভামঞ্চ থেকে এবার উত্তরবঙ্গে যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।
Be the first to comment