বাজপেয়ীর ৯৫তম জন্মদিবসে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

Spread the love

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ৯৫তম জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির ‘সদাইভ অটল’ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে গান গেয়ে প্রার্থনা জানান অনুপ জালোটা। তার আগে ট্যুইট করে বাজপেয়ীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। মানুষের হৃদয়ে বাজপেয়ী সর্বদা বিরাজ করবেন বলে জানান তিনি।

১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম হয় অটল বিহারি বাজপেয়ীর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় সদস্য ছিলেন তিনি। ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বাজপেয়ী। অসাধারণ বাগ্মী বাজপেয়ী ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত লখনউ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। ১৯৭৫-এ ইন্দিরা গান্ধীর জমানায় জরুরি অবস্থার সময় জেলও খাটেন তিনি।

তিন বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বাজপেয়ী। ১৯৯৬ সালে ১৩ দিন, ১৯৯৮-৯৯ এ ১৩ মাস এবং ১৯৯৯-২০০৪ এ পুরো পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তাঁর সময়ই রাজস্থানের পোখরানে সফল ভাবে পরমাণু পরীক্ষা করে ভারত। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করে ভারতীয় সেনা বাহিনী। প্রতিভাধর কবি বাজপেয়ীকে ২০১৫ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*