বড়দিন মানেই চিড়িয়াখানা। বড়দিনের ছুটিকে উপভোগ করতে বুধবার সকাল থেকে ভিড় চিড়িয়াখানায়। শিম্পাঞ্জি, বাঘ, হাতি, কুমিরের আকর্ষণ তো ছিলই। এবার শীতে উপরি পাওনা তিনটি নতুন আকর্ষণ। নতুন দুই সিংহশাবক ঈশা, নিশা এবং চারটি বুনো কুকুর।গত রবিবারই তাদের দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছিল। তাই তাদের দেখতে ভিড় উপচে পড়েছে চিড়িয়াখানার চত্বরে। কয়েক মাসে আগে চিড়িয়াখানায় জন্মেছিল ওই দুই সিংহশাবক। দু’টি মেয়ে সিংহ শাবকই আলিপুর চিড়িয়াখানায় জন্ম হয়।
এই প্রথম এশিয়াটিক লায়নের জন্ম হল চিড়িয়াখানায়। দুই শাবকের নামকরণ করা হয় সরকারের তরফ থেকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং মন্ত্রীদের আশা, এই সব নতুন আকর্ষণ বড়দিনের ছুটিতে দর্শকদের টানতে সক্ষম হবে এবং শুধু শহর থেকে নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ আসবে এদের দেখতে।
শীতের কলকাতায় চিড়িয়াখানার আকর্ষণ চির নতুন। বহুবার দেখেও যেন আশ মেটেনা। সেই ছোটবেলায় বাবা, মায়ের হাত ধরে বাঘ, সিংহ দেখতে আসার স্মৃতি যেন প্রতিবারই নতুন করে ফিরে আসে। ভিড় শুরু হয়েছিল আগে থেকেই। তবে বড়দিনে তা যেন বাঁধ ভাঙল। গত বছর কলকাতা চিড়িয়াখানায় বড়দিনে রেকর্ড এক লক্ষ পনেরো হাজার দর্শক এসেছিলেন। বনমন্ত্রীর আশা, আগামী আগামী ২৫, ৩১ ডিসেম্বর অথবা ১ জানুয়ারি গতবছরের রেকর্ড ভেঙে দিতে পারে।
Be the first to comment