শুক্রবার নৈহাটিতে NRC বিরোধী আন্দোলন, ঘোষণা করলেন মমতা

Spread the love

নৈহাটিতে শুক্রবার জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মল্লিক বাজারের সভায় এই ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে NRC বিরোধী ধরনা-বিক্ষোভ কর্মসূচি করবে তৃণমূল।

জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না। আজ তিনি ঘোষণা করেন, কর্নাটকের মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভের সময় নিহত ২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ ১৯ ডিসেম্বর মেঙ্গালুরুতে CAA বিরোধী বিক্ষোভে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৷

আজ মিছিল শুরুর আগে রাজাবাজারে CAA বিরোধী মঞ্চ থেকে কড়া বার্তা দেন মমতা ৷ তিনি ফের জানান, বাংলায় CAA , NRC কার্যকর হতে দেবেন না ৷ বলেন, আমার আন্দোলন চলছে ৷ আমরা শান্তিতে আন্দোলন করব ৷ বিশ্বাস রাখুন ৷ আমাদের দল সংসদে লড়াই করেছে ৷ যতদিন জীবন আছে ততদিন লড়াই করব ৷ পাশাপাশি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের প্রসঙ্গ টেনে বলেন, দেশজুড়ে ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে ৷ কেন ছাত্রদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে আজ সভামঞ্চ থেকে প্রশ্ন তুলেছেন মমতা ৷ পাশাপাশি মমতা CAA ও NRC বিরোধী আন্দোলনে তৃণমূলের আগামী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামীকাল নৈহাটিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল হবে। এছাড়া ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় ও ৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিল হবে। প্রতিটি মিছিলেই নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ CAA ও NRC বিরোধী মিছিল শেষ হয় মল্লিকবাজারে। সেখানে প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বলেন, অসমে NRC-এর জেরে ৪০ লাখ নাগরিকের নাম বাদ পড়েছে ৷ আমরা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের গুয়াহাটিতে আটকে দেওয়া হয় ৷ লখনউতে পুলিশের গুলিতে বিক্ষোভকারীরা মারা গেলেন ৷ মৃতদের পরিবারকে সহানুভূতি জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাঁদের লখনউ বিমানবন্দরের বাইরে বের হতে দেয়নি (সেই রাজ্যের পুলিশ) ৷ ১৪৪ ধারার অজুহাতে আটকে দেওয়া হয়েছে ৷ বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন নষ্টের চক্রান্ত করছে বিজেপি ৷ তাদের পাতা ফাঁদে পা দেবেন না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*