কনকনে ঠাণ্ডা, শিলাবৃষ্টি শিলিগুড়িতে

Spread the love

একে ঠাণ্ডা তার উপর শিলাবৃষ্টি। কাঁপছে উত্তরবঙ্গ। এমনই ছবি ফুটে উঠেছে শিলিগুড়িতে। ঝেঁপে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের এই জেলায়। রাস্তা জলে টইটুম্বুর। বৃষ্টির বেগ এতটাই বেশি যে দেখলে বোঝা মুশকিল হবে যে এটা শীতকাল না কি ভরা বর্ষার মরশুমের বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু সেই বৃষ্টি যে বজ্রবিদ্যুৎসহ এমন বৃষ্টি হবে তেমন পূর্বাভাস ছিল না। কিন্তু সেটাই হচ্ছে শিলিগুড়ি শহরাঞ্চলে। শিলিগুড়িতে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে বৃষ্টি ছিল না। মেঘলা আকাশ ছিল। বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় শিলাবৃষ্টি। রীতিমত বড় বড় শিল পড়ছে সেখানে। কয়েকজনকে রাস্তায় পড়ে থাকা শিল দিয়ে বরফ মানুষ বানানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে।

আজ দিনভর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং ১.৪ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার ও মালদহের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৮.৪, ১১.১ ডিগ্রি সেলসিয়াস। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তর ভারতের রাজ্যগুলিতে চলছে শৈত্যপ্রবাহ। অরুণাচল, শ্রীনগর , চম্বা, বদ্রিনাথের রাস্তা পুরোপুরি বরফে ঢেকে গিয়েছে।

পাশাপাশি বাঁকুড়া, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, দিঘা, দমদম, পানাগড় , মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে যথাক্রমে ৯.৯, ৯.৮, ৭.৪, ৭.২, ১১.২ ও ১১.৫ মিলিমিটার। এই সমস্ত অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ১৩.৩, ১২.৬, ১৩.৩, ১৪.২, ১২.৭, ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

একই অবস্থা কলকাতারও , শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার সকালে ছিল ২৫ ডিগ্রির আশেপাশে। আজ তা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*