NRC, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ -এর পর NPR ৷ রাজ্যের একটা বড় সংখ্যক মানুষের এখনও কোনও সুস্পষ্ট ধারণা নেই ৷ এরই মাঝে রাজ্যে একটিও ডিটেনশন ক্যাম্প করা হবে না বলে নৈহাটি উৎসব থেকে আজ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নিজের প্রাণ থাকতে রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দেবেন না বিজেপিকে ৷ এমনই বললেন তৃণমূল সুপ্রিমো ৷ পাশাপাশি কাউকে রাজ্য ছেড়ে যেতে হবে না বলেও রাজ্যবাসীকে আশ্বস্ত করেন তিনি ৷ তিনি বলেন, রাজ্য সরকার সমস্ত উদ্বাস্তু কলোনিকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। কাজেই উদ্বাস্তুদের ভয়ের কোন কারণ নেই।
উত্তর ২১ পরগনার নৈহাটির রেলময়দানে আজ বিকেলে নবম নৈহাটি উৎসবের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন তিনি ৷ বলেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর কত কার্ড লাগবে ভারতের একজন নাগরিকের? ১৮ বছর বয়সে ছাত্র-ছাত্রীদের যদি ভোটাধিকার থাকে, তাহলে তাদের নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর বিরুদ্ধে প্রতিবাদে বাধা দেওয়া হচ্ছে কেন? কেনই বা তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে?
আজকের উৎসব মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের সহায়তা প্রদান করেন ৷ একইসঙ্গে বিভিন্ন বিষয়ে পারদর্শিতার জন্য সংবর্ধিত করেন কয়েকজনকে । উৎসবের বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ । আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে।
Be the first to comment