গতকাল নৈহাটি উৎসবের উদ্বোধনে এসে নাগরিকত্ব ইস্যুতে উদ্বিগ্ন বঙ্গবাসীকে আশ্বাস দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উৎসবে এসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করার পরেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
তিনি বলেন, “নাগরিকত্ব নিয়ে কোনও কোনও রাজনৈতিক দল মিথ্যে কথা বলছে। তারা কাগজ পাঠিয়ে নাগরিকত্ব দেবে। ভোটার লিস্টে আমার নাম আছে। কারোর দোকান আছে। কিছু না কিছু আছে সেটাই আমার নাগারিকত্ব। ভোট দিয়ে সরকার বানাই আবার নতুন করে নাগরিকত্ব দিতে হবে। যারা আজকে বলছে নাগরিকত্বের সার্টিফিকেট নিতে হবে। তারা কোন সার্টিফিকেটে ভোটে জিতেছে?” তিনি আরোও বলেন “কাউকে বাংলা ছাড়তে দেব না। সব্বাই ভাল থাকবেন। আমরা সবাই এদেশের নাগরিক এটা নতুন করে বলার কিছু নেই।”
Be the first to comment