দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ছয় বছরে সর্বনিম্ন, বৈঠকে অর্থমন্ত্রী

Spread the love

ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে আজ বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে । মূল্যায়নকারী সংস্থা ICRA-র রিপোর্ট অনুযায়ী, গত বছর দেশে ঋণ বৃদ্ধির হার ছিল ১৩.৩ শতাংশ । চলতি আর্থিক বছরে সেই বৃদ্ধির হার মাত্র ৭ শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস । ICRA-র পূর্বাভাস যদি মিলে যায় তাহলে গত ৫৮ বছরে এবারই প্রথম ভারতে ঋণ বৃদ্ধির হার এতটা কমবে । রিজ়ার্ভ ব্যাঙ্কের বার্ষিক ঋণ বৃদ্ধির তথ্য অনুযায়ী, এর আগে ১৯৬২ সালে ঋণ বৃদ্ধির হার ছিল ৫.৪ শতাংশ ।

রিপোর্ট অনুযায়ী, চলতি আর্থিক বর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৪.৫ শতাংশ, যা গত ছয় বছরে সর্বনিম্ন । অন্যদিকে ঋণ বৃদ্ধির হার ৬.৫-৭ শতাংশ, যা ছয় দশকে সর্বনিম্ন । রিজ়ার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে বাজারে চাহিদার পরিমাণ কমেছে । ঋণ বৃদ্ধির হার কমে যাওয়া এর অন্যতম কারণ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*