আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। ২০ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার সর্তকতাও দিয়েছে আবহাওয়া অফিস । বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । আজ রাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, হুগলি, ও দক্ষিণ ২৪ পরগনায় ।
আজ সকাল থেকে হালকা কুয়াশা ছিল কলকাতায় । বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যায় । কলকাতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬৮ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ ।
Be the first to comment