সোমালিয়ায় বিস্ফোরণে হত ৭৬

Spread the love

সোমালিয়ার রাজধানীতে একটি চেক পয়েন্টে আজ সকালে বোমা বিস্ফোরণ হয় । মৃতের সংখ্যা কমপক্ষে ৭৬ । আহত বহু । আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে । প্রশাসনের তরফে জানানো হয়েছে , সাম্প্রতিককালে মোগাদিশুতে এরকম ভয়াবহ বিস্ফোরণ হয়নি ।

বোমা বিস্ফোরণের পর আতঙ্ক ছড়ায় এলাকায় । সাধারণ মানুষ ছোটাছুটি করতে থাকেন । মাদিনা হাসপাতালের অধিকর্তা ড. মহম্মদ ইয়ুসুফ বলেন , “হাসপাতালে ৭৩টি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল ।” আমিন অ্যাম্বুলেন্স পরিষেবার তরফে জানানো হয়, তারা অন্তত পক্ষে 76টি মৃতদেহ নিয়ে এসেছে ।

বিস্ফোরণে আহত ও নিহতদের মধ্যে বহু ছাত্রছাত্রী রয়েছেন । মেয়র ওমার মহম্মদ এই বিষয়ে বলেন , সেই সময় অনেক পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ।

আজকের বিস্ফোরণ মনে করিয়ে দিচ্ছে ২০১৭-র বিস্ফোরণের ঘটনা । সেবারও প্রায় ১০০জন মানুষের মৃত্যু হয়েছিল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*