মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাই শনিবার রাজ্যজুড়ে ধর্নায় বসেছিলেন প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা। সেই মতো বেহালায় নিজের বিধানসভা কেন্দ্রে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এখানে যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কোনও হিংসা হয়নি। এখানে শান্তি, গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য “আমরা নাগরিক” স্লোগান তুলে আন্দোলন করছি ।
তিনি আরও বলেন , বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। কিন্তু সুখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অসমে যখন NRC-এর কাজ শুরু হয় তখন তার বিপদের কথা বুঝতে পেরে বিধানসভায় বিল পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অসমে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি। একই রকম ভাবে উত্তরপ্রদেশ ও কর্নাটকেও প্রতিনিধি পাঠিয়েছেন। ঘটনাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এখানে নেত্রীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাই কোনও হিংসা হয়নি। আমরা এখানে শান্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য ‘আমরা নাগরিক” স্লোগান তুলে আন্দোলন করছি ।
প্রতিটি বিধানসভা কেন্দ্রের মতো বেহালাতেও আজ এই ধর্না সভা শুরু হয় সকাল ১০ টা থেকে। সেখানে উপস্থিত থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় CAA বিরোধী এই বক্তব্য রাখেন।
Be the first to comment