অস্ট্রিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেণু পালকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল সরকার ৷ অর্থের অপব্যবহার এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ সম্প্রতি অস্ট্রিয়ায় প্রতি মাসে ১৫ লাখ টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া নেন তিনি ৷ ১৯৮৮ ব্যাচের IFS অফিসার রেনু পাল ভিয়েনায় কর্মরত ছিলেন ৷ জানুয়ারিতেই তাঁর মেয়াদ শেষ করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই তাঁকে ফিরে আসতে বলা হলো ৷
বিদেশ মন্ত্রকের সূত্রে খবর, চিফ ভিজিল্যান্স অফিসারের তদন্তে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলি প্রমাণিত হয়েছে ৷ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভিয়েনায় গিয়ে তদন্ত করে চিফ ভিজিল্যান্স অফিসার। রিপোর্টে বলা হয়েছে, মন্ত্রকের অনুমতি ছাড়াই কোটি কোটি টাকার তহবিলের অপব্যবহারের করেছেন তিনি ৷
তদন্তের তহবিলের অপব্যবহার এবং আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার পর ৯ ডিসেম্বর, ২০১৯ সালে তাঁকে সদর দফতরে পাঠানো হয়েছিল । হেড কোয়ার্টারে বদলি হওয়ার সময় থেকেই প্রশাসনিক বা আর্থিক ক্ষমতা প্রয়োগেও তাঁকে বাধা দেওয়া হয়েছিল ৷
Be the first to comment