রাজ্যের প্রতিটি জেলা শহরে এ বার শব্দ মাপার যন্ত্র বসাতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বসানো হবে ডিসপ্লে বোর্ডও। সেখানে শহরের বিভিন্ন এলাকার শব্দের মাত্রা দেখতে পাবেন শহরবাসী। বর্তমানে কলকাতা ছাড়া রাজ্যের আর কোনও শহরে শব্দ মাপার ব্যবস্থা নেই।
শব্দকে জব্দ করতে জেলা জুড়ে শব্দ মাপার জন্য ৫৮টি যন্ত্র বসানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, শব্দ নিয়ন্ত্রণে প্রতিটি থানাকে দু’টি করে অত্যাধুনিক সাউন্ড লেভেল লিমিটার দেওয়া হচ্ছে, যাতে শব্দের সীমা লঙ্ঘন করলেই ব্যবস্থা নিতে পারে পুলিশ।
Be the first to comment