গতবারের থেকেও ৬০০টি সরকারি বেশী বাস চলবে গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের ভিড় সুষ্ঠুভাবে সামাল দিতে গতবারের থেকেও প্রায় ৬০০টি সরকারি বাস বেশী চালানো হবে। বাড়ানো হচ্ছে ভেসেলের সংখ্যাও। প্রতিটি বাস এবং ভেসেলে থাকবে জিপিএস। তাতে কন্ট্রোল রুম থেকে বাস ও ভেসেলের গতিবিধির উপর নজর রাখা যাবে। মেলার জন্য সরকারি বাস পরিষেবা দেওয়ার দায়িত্বে থাকবে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি।
জানুয়ারির ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলার জন্য সরকারি বাস চালানো হবে। এই দিনগুলিতে ডব্লুবিটিসি মোট ১৩০০ বাস চালাবে বলে ঠিক হয়েছে। মেলার দিনগুলিতে মোট ৯০০ বাস চালাবে এসবিএসটিসি। দুই নিগম মিলিয়ে চলবে মোট ২২০০ বাস। পুণ্যস্নানের জন্য সবচেয়ে বেশী বাস চালানো হবে আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি। এই দু’দিন যথাক্রমে ৫০২ এবং ৫৩১টি বাস চালানো হবে বলে ঠিক হয়েছে।
Be the first to comment