বর্ষশেষে ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্তদের সুখবর দিল স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় ১ জানুয়ারি থেকে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে সুদের হার ৮.১৫ শতাংশ। তা কমিয়ে ৭.৯৫ শতাংশ করা হয়েছে। তবে মহিলাদের ক্ষেত্রে এই হার আরও ০.৫ শতাংশ কমিয়ে ৭.৯ শতাংশ করা হয়েছে।
সোমাবর স্টেট ব্যাঙ্ক EBR (এক্সটারনাল বেঞ্চমার্ক রেট) ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৮.০৫ শতাংশ থেকে ৭.৮ করার কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্তও ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।
Be the first to comment