চিড়িয়াখানায় ভিড়ে মিশে পকেটমারি, গ্রেপ্তার দম্পতি

Spread the love

আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় ৷ আর সেই ভিড়ে মিশে পকেটমারি ৷ এমনই এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ভালো পোশাকে আর পাঁচজনের মতো এই দম্পতিও চিড়িয়াখানায় ঘোরাঘুরি করছিল ৷ দেখলে কে বলবে ওরা পকেটমার? বাড়ি যাদবপুরের গাঙ্গুলি বাগানে। বয়স দুজনেরই কুড়ি। একজনের নাম অভিষেক দত্ত ৷ অন্যজন রোশনি পান্ডে। সাধারণভাবে পকেটমারদের যে ছবি দেখতে মানুষ অভ্যস্ত, এরা তার ধারে কাছেও যায় না। চোখ মুখ কিংবা পোশাক-আশাক দেখে কেউ সন্দেহ করবে না যে ওদের ‘হাতযশ’ এতটা ভালো।

অভিযোগ, এই দু’জন মিশে যাচ্ছিল শহরের টুরিস্ট ডেস্টিনেশনগুলোয়। তারপর ভিড়ের সুযোগে দেদার হাতসাফাই। পকেটমারির পরের মুহূর্তেই যদি কেউ বুঝতে পারেন, এই দুইজনকে কোনভাবেই ধরতে পারবেন না। কারণ, সন্দেহ হবে না। চেহারায় ভদ্রতার ছাপের এই সুযোগ নিয়েই চলছিল পকেটমারি। কিন্তু শেষ রক্ষা হল না।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সন্দেহ করেছিল আগে থেকেই। ভিড়ের সুযোগে চলবে হাতসাফাই। তাই গতকাল চিড়িয়াখানায় সাদা পোশাকে ভিড়ের মধ্যে মিশে যান ওয়াচ সেকশনের গোয়েন্দারাও। তাঁদের চোখে ধুলো দিতে পারেনি রোশনি বা অভিষেক। পুলিশ বমাল গ্রেপ্তার করে তাদের। উদ্ধার হয় ছটি লেডিজ পার্স এবং একটি মোবাইল ফোন। ফোনটি চুরির। পুলিশ ওই ফোনের মালিকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। পুলিশ জানিয়েছে, এই দম্পতি স্বীকার করেছে তারা পকেটমারি করে। আজ তাদের আদালতে তোলা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*