দেশের প্রথম Chief of Defence Staff হয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এই ঘোষণার পরেরদিন শুভেচ্ছাবার্তা দিয়েছে আমেরিকা এবং তাঁরা আশাবাদী যে ভারত-আমেরিকার সম্পর্কে অনুঘটন হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছরের স্বাধীনতা দিবসে সিডীএস পদটির বিষয়টি ঘোষাণা করেছিলেন।
আমেরিকার মন্ত্রক যারা ভারতের বিদেশনীতি নিয়ে কাজ করেন, বলেছেন, “সিডিএস পদটি ভারত- আমেরিকার মিলিটারি সম্পর্ক যা ২+২ কথোপকথনে আলোচনা হয়েছে, তাতে সহযোগিতা আরও বাড়াবে”। কেনেথ জাস্টার, ভারতে আমেরিকার দূত মঙ্গলবার জেনারেল বিপিন রাওয়াতকে ট্যুইট করে অভিনন্দনবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, “আরও ভালো আলোচনার আশা রাখছি যাতে ভারত- আমেরিকা প্রতিরক্ষাক্ষেত্রকে আরও মজবুত করবে”।
মালদ্বীপ থেকেও শুভেচ্ছাবার্তা এসেছে বিপিন রাওয়াতের নতুন দায়িত্বের জন্য। বিদেশমন্ত্রী আব্দুল্লা শাহিদ বলেছেন, ‘ভারত-মালদ্বীপ প্রতিরক্ষাক্ষেত্র ভীষণভাবে শক্ত হতে চলেছে’।
প্রসঙ্গত, ২০ বছর আগের জটিলতা কাটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ। নয়া পদটি তৈরি হওয়ায় ভারতীয় সেনার কর্মপন্থা আরও মসৃণ হবে। একজন ফোর স্টার অফিসারকে এই পদ দেওয়া হবে বলে জানা গিয়েছিল। বিভিন্ন মহলের ধারণা ছিল, প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতকে এই পদের জন্য বাছা হতে পারে। সমস্ত জল্পনার অবসান ঘটল এদিন।
শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা CDS। বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS।
কার্গিল যুদ্ধের পরই বিশেষ কমিটি প্রস্তাব দিয়েছিল যে তিন বাহিনীর একজন প্রধান থাকা উচিৎ। কিন্তু ২০ বছরে কোনও সরকার সেই প্রস্তাব সফল করা সম্ভব হয়নি। অবশেষে স্বাধীনতা দিবসে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তৈরি হয় নতুন পদ ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’।
মোদী জানিয়েছিলেন, এই পদ তৈরি হওয়ার জন্য ভারতীয় বাহিনীর সংস্কার সম্ভব হবে। আগামিদিনে আরও উন্নতি করবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। তাঁর মতে, যুদ্ধের ধরন বদলাচ্ছে। বিশ্ব জুড়ে নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। তাই তিন বাহিনীর মধ্যে সংযোগ থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন।
Be the first to comment