আপাতত যুদ্ধবিরতি ৷ নতুন বছরের শুরুর লগ্নে রাজ্যপালকে ফুল ও মিষ্টি পাঠালেন মুক্যমন্ত্রী ৷ মঙ্গলবার সন্ধ্যায় নতুন বছরের শুভেচ্ছা সহ রাজভবনে ফুল ও মিষ্টি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় ৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড় নিযুক্ত হওয়ার পর থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ তৈরি হয় । একাধিক ইশুতে রাজভবন-নবান্ন যুদ্ধ একপ্রকার কলকাতা তথা রাজ্যের রোজনামচায় পরিণত হয়েছিল । বিবৃতি ও পাল্টা বিবৃতিতে বছরভর সরগরম ছিল রাজ্য রাজনীতি।
এরই মধ্যে আজকের প্রেক্ষাপট ছিল কিছুটা আলাদা। রাজ্যপালের ডাকে মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজভবনে যান। বৈঠক হয় দুজনের। বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে টুইটও করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রীদের শুভেচ্ছাবার্তাও দেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা সহ ফুল মিষ্টি পাঠিয়েছেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সোমবারই রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বিবাদ প্রসঙ্গে মুখ খুলেছিলেন ৷ বলেছিলেন, “বিবাদ ব্যক্তিগত হতে পারে ৷ কিন্তু সংস্থার মধ্যে নয়। আমি আর মুখ্যমন্ত্রী দুজনেই রাজ্যের ভালো চাই ৷” এরপরেই আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক নিয়ে সন্তোষপ্রকাশ এবং তারপর নবান্ন থেকে রাজভবনে ফুল-মিষ্টি ৷ তবে কি রাজনৈতিক ও প্রশাসনিক বিদ্বেষ কাটিয়ে নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছেন রাজ্যের দুই প্রধান? আগামী বছরে এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে থাকবে রাজ্য রাজনীতি ৷
Be the first to comment