ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি বিজরিত ‘কল্পতরু’ উৎসব উপলক্ষে বুধবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষত কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ সহ ঠাকুরের নামাঙ্কিত বেশ কিছু পীঠস্থানে রয়েছে নানা অনুষ্ঠান। এদিন প্রতি বছরের মতো এবারেও কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে ৷ সেই কথা মাথায় রেখে এই দুই স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এজন্য মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিসের উত্তর বিভাগের কর্তারা কাশীপুর উদ্যানবাটি ও তার আশপাশ চত্বর পরিদর্শন করেন৷ অপ্রীতিকর ঘটনা আটকাতে উর্দিধারী পুলিসের পাশাপাশি সাদা পোশাকের পুলিসও রাখা হচ্ছে। তাছাড়া থাকছে পর্যাপ্ত মহিলা পুলিশও। দক্ষিণেশ্বরেও অনুরূপ ব্যবস্থা করা হয়েছে। সেখানে জেলার পুলিস কর্তাদের উপস্থিতিতে পুলিসের বিশেষ কন্ট্রোলরুমও রাখা হয়েছে। আবার ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই দুই স্থানে পুলিস বেশ কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রস্তুত থাকছে রিভার ট্রাফিক পুলিসের অফিসাররাও।
কাশীপুর উদ্যানবাটিতেই এই বিশেষ দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ‘কল্পতরু’ হয়েছিলেন। এই উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর ও উদ্যানবাটি নানা আলোর মালায় সেজে উঠেছে। কাশীপুর রামকৃষ্ণ মহা শ্মাশানে ঠাকুরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছিল, এই পবিত্র তীর্থভূমিতেও কল্পতরু উৎসব উপলক্ষে থাকছে নানা অনুষ্ঠানের। ভোর থেকেই শুরু হয়েছে ভক্তিগীতির আসর যাতে অংশ নিচ্ছেন নামী দামি শিল্পীরা। তাছাড়া মঙ্গলারতি, ভজন, রামকৃষ্ণদেবের বিশেষ পূজা, হোম, ভক্তিগীতি সহ নানা অনুষ্ঠান ৩ জানুয়ারি পর্যন্ত চলবে। ২ ও ৩ জানুয়ারি অনুষ্ঠানে থাকবে বাউল সঙ্গীত, শ্রীশ্রী মা ও স্বামীজির জীবন বাণী নিয়ে আলোচনা, যাত্রাভিনয়, ভাবনাট্য ইত্যাদি ৷
Be the first to comment