নতুন বছরের শুরুতেই বিষাদ। বুধবার সকালে জুম্ম কাশ্মীরের নৌসেরা সেক্টরে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী। সেই সময় সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে গিয়ে শুরু হয় সেনার সঙ্গে সংঘর্ষ। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সময় সংঘর্ষে মৃত্যু হয় ২ ভারতীয় সেনা জওয়ানের।
সূত্রের খবর, নতুন বছরের প্রথম দিনই নৌসেরা সেক্টরের নিরাপত্তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। তখনই সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে। এই ঘটনায় শহিদ হয়েছেন ২ সেনা জওয়ান। এই ঘটনার পরই এলাকায় আরও জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে ভারতীয় জওয়ানরা।
এদিকে এই ঘটনার কয়েকদিন আগেও জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনার উপর হামলা চালায় পাকবাহিনী। প্রচুর গোলাবারুদ বর্ষণ করে উরি সেক্টরে। সেদিনের ঘটনায় শহিদ হয় ১ জওয়ান। শুধু তাই নয়, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামক গুলিকেও টার্গেট করে গোলা বর্ষণ শুরু করে। পাক বাহিনীর ভারী গোলাগুলির উপযুক্ত পাল্টা জবাব দেওয়ার সময় একজন সেনা নিহত হন।
Be the first to comment