৫০ হাজারে পৌঁছবে রাজ্যের শিশু আলয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি থাকলেই তা রূপান্তরিত হচ্ছে শিশু আলয়ে। এর ফলেই বদলাচ্ছে প্রাথমিক শিক্ষা পদ্ধতি। নিজের ইচ্ছেমতো প্রাথমিক শিক্ষার পাঠ নিতে পারছে শিশুরা। বড়দিন উপলক্ষ্যে শিশুদের দেওয়া হচ্ছে নানা উপহার।
রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী বলেন, রাজ্যে এখন পর্যন্ত ২৬৪০৪টি শিশু আলয় তৈরী হয়েছে। খুব তাড়াতাড়ি এই সংখ্যা ৫০ হাজার করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বক্তব্য শিশু আলয় তৈরীর পর বাড়ছে পড়াশোনায় আগ্রহ। প্রাথমিক সমীক্ষাও একই তথ্য দিচ্ছে।
Be the first to comment