পাকিস্তানের সঙ্গে যোগসাজশ আছে বিজেপির! নববর্ষে তথা দলের ২২ তম প্রতিষ্ঠা দিবসে এভাবেই তোপ দাগলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ ভারতের একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস৷ যার জন্ম হয়েছিল ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি৷ সেই থেকে প্রতিবছর পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়৷ কিন্তু এবারের প্রতিষ্ঠা দিবসকে ‘নাগরিক দিবস’ হিসেবে পালন করেছে তারা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর সুরে সুর মিলিয়ে মঙ্গলবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় তৃণমূল আন্দোলন করে যাবে। একইসঙ্গে সিএএ নিয়ে নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ কটাক্ষের সুরে বলেন, “অনলাইনে CAA? পাগলে কী না করে! এই আইন হবে না।”
উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজনৈতিক দল হিসেবে ‘তৃণমূল কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নতুন দলটি ভারতের নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়। কমিশন তৃণমূল কংগ্রেসকে “জোড়া ঘাসফুল” প্রতীক দেয়। ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৭টি আসন জয় করে। ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস ৮টি আসনে জয়ী হয়। ২০০০ সালে তৃণমূল কলকাতা পুরসভায় ক্ষমতায় আসে। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ৬০টি আসনে জয়লাভ করে।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একক ভাবে লড়ে ৩০টি আসনে জেতে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে জোট বেঁধে লড়ে ২০টি আসনে জেতে।
২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম-শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস-এর সঙ্গে যৌথভাবে ২২৭টি আসনে জয়লাভ করে৷ তৃণমূল এককভাবে ১৮৪টি আসন পেয়ে সরকার গঠন করে। ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাব ২১১টি আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করে।
Be the first to comment