দিনভর অন্ধকার আকাশ আর অঝোরে বৃষ্টি, হতে পারে শিলাবৃষ্টিও

Spread the love

গত কয়েকদিন ছিল ছুটির আমেজ। হলিডে মুড কাটিয়ে সদ্য ২ তারিখে কাজে যোগ দিয়েছেন সবাই। এর মধ্যেই আবার বাধ সাধছে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। রয়েছে ঠাণ্ডা হাওয়াও।

এদিন ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয় ব্যাপ বৃষ্টি। বেলা বাড়লেই আকাশে রোদের দেখা নেই। সারাদিনই অন্ধকার পরিবেশ। দুপুরে বৃষ্টি আরও বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও কার্যত মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি আগামী দু’দিন থাকবে।

রাজ্যের কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। বিশেষত পশ্চিম দিকে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩ ডিসেম্বর শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূত, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও তার সঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক অংশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল ঘূর্ণাবর্তের জেরী বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্তের হাওয়া যত শহরের ভিতরে প্রবেশ করেছে তত পূর্ব দিন থেকে হাওয়ার পরিমাণ বেড়েছে। একদিকে পাহাড়ের দিক থেকে আসা ঝঞ্ঝা অপরদিকে সমুদ্রের দিক থেকে আসা পূবালী হাওয়া। ফল সকালেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভোররাত থেকে অঝোর ধারায় বৃষ্টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*