বছরের শুরুতেই দাম বাড়লো পেট্রোল, ডিজেলের

Spread the love

শুরু হয়েছে নতুন বছর। পুরনো বছরকে পিছনে ফেলে নতুন বছরে নতুন ভাবে এগিয়ে চলার অঙ্গীকার নিয়েছেন সকলেই। কিন্তু নতুন বছর সুখকর হল না মধ্যবিত্তদের কাছে। দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রভাব সহ ক্রমাগত মুদ্রাস্ফীতির ফলেই ক্রমে বেড়েছে তেলের দাম। এছাড়াও দেশের অর্থনীতি এই মুহূর্তে বেশ জটিল এক পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে।যার প্রভাব পড়ছে পেট্রোল এবং ডিজেলের উপরেও। যার ফলে নতুন বছরেও এক কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্ত।

এই মুহূর্তে দিল্লি সহ সকল মেট্রো সিটি গুলোতে দাম বেড়েছে পেট্রোলের। চেন্নাইতে ৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৮.২৮ টাকা প্রতি লিটার।রাজধানী দিল্লিতে এই মুহূর্তে ১০ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৫.৩৫ টাকা প্রতি লিটার। এছাড়াও কলকাতাতে এই মুহূর্তে পেট্রোলের দাম ৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৭.৯৪ টাকা প্রতি লিটার। মুম্বইতেও ৭ পয়সা বেড়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮০.৯৪ টাকা প্রতি লিটার।

দামের প্রভাব পড়েছে ডিজেলের উপরেও। এই মুহূর্তে ১৪ পয়সা দাম বেড়ে চেন্নাইতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭২.১২ টাকা প্রতি লিটার। দিল্লিতে ১৫ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৮.২৫ টাকা প্রতি লিটার।

কলকাতাতে ১২ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭০.৬১ প্রতি লিটার। মুম্বইতে ১৩ পয়সা দাম বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭১.৫৬ টাকা প্রতি লিটার। পাশাপাশি বেঙ্গালুরুতেও ১৩ পয়সা দাম বেড়ে এই মুহূর্তে সেখানে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭০.৫২ টাকা প্রতি লিটার। এছাড়াও আগ্রাতে ১২ পয়সা দাম বেড়ে এই মুহূর্তে ডিজেলের দাম ৬৮.২৩ টাকা প্রতি লিটার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*