আজ ১০৭ তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস শুরু হচ্ছে বেঙ্গালুরুতে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজ্ঞান কংগ্রেসে বক্তব্য পেশ করলেন আজ ৷ তিনি বলেন, ”সবসময় মনে রাখবেন কিভাবে গোটা দেশ চন্দ্রযান-২ এর সময় বিজ্ঞানীদের মনোবল বাড়িয়েছিলেন ৷ তিনি আরও বলেন ‘‘ আমি খুব খুশি যে নতুন বছর ও দশকে আমার প্রথম কর্মসূচি বিজ্ঞান, প্রযুক্তি ও আবিষ্কার নিয়ে ৷’’ কৃষিতে প্রযুক্তি বিপ্লব প্রয়োজন, এমনও বলেন প্রধানমন্ত্রী ৷
মোদি আরও বলেন, ”যখন আমরা বিজ্ঞান ও প্রযুক্তি পরিচালিত উন্নয়ন নিয়ে আশাবাদী, তখন আমাদের স্বপ্নপূরণের দিকে আরও এক ধাপ এগোনো যাবে ৷ আমি এটা জেনেও খুশি যে আবিষ্কারের সূচকে উন্নতি করে ভারত বর্তমানে ৫২ তম স্থানে আছে ৷ গত পাঁচ বছরে শেষ ৫০ বছরের থেকেও প্রযুক্তিগতভাবে আমরা বেশি উন্নতি করেছি। আমি এই কৃতিত্বের পুরোটাই আমাদের বিজ্ঞানীদের দিতে চাই ৷”
মহাকাশে গবেষণায় ভারত অভূতপূর্ব সাফল্য লাভ করেছে । এবার আমাদের লক্ষ্য মহাসাগরের অতলে লুকিয়ে থাকা রহস্য ভেদ করা । জলসম্পদ, শক্তি, খাদ্য ও খনির অফুরন্ত ভাণ্ডার মানবজাতির কল্যাণে খুঁজবে ভারত”, বেঙ্গালুরুতে এমনই বললেন প্রধানমন্ত্রী । দু’দিনের সফরে কর্নাটকে এসেছেন প্রধানমন্ত্রী ৷ বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও রাজ্যপাল বাজুভাই বালার সঙ্গে রাজভবনে দেখা করেন মোদি ৷ শুক্রবারই দিল্লি ফিরবেন তিনি ৷
গতকাল তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজে়শন (DRDO)-তে যুব বিজ্ঞানীদের জন্য পাঁচটি গবেষণাগারের উদ্বোধন করেন তিনি ৷ টুমাকুরুর সিদ্ধগঙ্গা মঠে প্রার্থনা করেন মোদি ৷ তারপর তিনি কৃষকদের মধ্যে ‘‘কৃষি কর্মন’’ পুরস্কার বিতরণ করেন ৷
২৬ফেব্রুয়ারি বালাকোটে সেনা অভিযান প্রসঙ্গে নরেন্দ্র মোদি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেঘ ও রেডারের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন ৷ সেই সময় তিনি বলেন, ”রিভিউ বৈঠকের সময় (বালাকোট অভিযানের আগে) আচমকা আবহাওয়া খারাপ হয়ে পড়ে। মোটের উপর বিশেষজ্ঞদের মতামত ছিল, দিনক্ষণ পিছিয়ে দেওয়ার। … আমিই তখন বলেছিলাম, আকাশে মেঘ থাকায় আমাদের সুবিধা হবে। আমাদের যুদ্ধবিমান ধরা পড়বে না পাক রেডারে।’’ এই মন্তব্যের পর বিজ্ঞান নিয়ে বিরোধীদের ব্যঙ্গের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে ৷
Be the first to comment