রাহুল গান্ধীও তো সমকামী! সাভারকর-গডসে বিতর্কে তোপ অখিল ভারত হিন্দু মহাসভার

Spread the love

বীর সাভারকরের এবং নাথুরাম গডসের সমকামিতার দাবি জানিয়ে পুস্তিকা প্রকাশ করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে দলের সেবাদলের এক প্রশিক্ষণ শিবিরে ‘ হাউ ব্রেভ ওয়াজ বীর সাভারকর ‘ নামের পুস্তিকা বিলি করা হয়েছে। স্বাভাবিক কারণেই এই পুস্তিকা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কেই এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আক্রমণ করলেন অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণী।

‘আমরাও তো শুনেছি রাহুল গান্ধী নাকি সমকামী।’ এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন স্বামী চক্রপাণী। পাশাপাশি সাভারকর ও গডসেকে নিয়ে কংগ্রেসের দাবি ‘অবাস্তব ও হাস্যকর’ বলে জানিয়েছেন তিনি।

কংগ্রেসের সেবাদল প্রকাশিত ‘হাউ ব্রেভ ওয়াজ বীর সাভারকর’ বইয়ে সাভারকরকে ঘিরে নানা বিতর্ক, প্রশ্ন এবং ঘটনার উল্লেখ রয়েছে। দমিনিক লাপিয়ের এবং ল্যারি কলিন্সের বিখ্যাত ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ বই থেকে একটি ঘটনার উল্লেখ করে সেখানে লেখা হয়েছে, ‘ব্রহ্মচর্য নেওয়ার আগে গডসের সঙ্গে একটি শারীরিক সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। তিনি ছিলেন সমকামী। এবং সঙ্গী ছিলেন বীর সাভারকর।’

পুস্তিকায় এখানেই বিতর্ক থামেনি। সংখ্যালঘু মহিলাদের নিয়ে সাভারকরের মনোভাব নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে, যা রীতিমতো বিতর্কিত। বারো বছর বয়সে সাভারকর কী ভাবে কোথায় ঢিল ছুড়তেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে সেই পুস্তিকায়। আর বলা হয়েছে, RSS সব সময় হিটলার এবং মুসোলিনির সমর্থক ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*